ads

চলমান সকল সরকারি চাকরির খবর 2022

 চলমান সকল সরকারি চাকরির খবর 2022

সরকারি  JOB যে কোনো চাকরির চাহিদা আগের থেকে কয়েক গুন বেড়েছে।সরকারি চাকরি যে কতটা গুরুত্বপূর্ণএটা শুধু তারাই জানে যারা নিতে চানবাকিরা এই বিষয়ে কোন কিছু জানেন না।  সংশ্লিষ্টরা বলছেন, চাকরির নিরাপত্তার কারণে সরকারি চাকরিতে বাড়ছে আগ্রহ। তবে এর পাশাপাশি সামাজিক মর্যাদার ব্যাপারটিও সরকারি চাকরির কদর বাড়িয়ে দিয়েছে। 

চলমান সকল সরকারি চাকরির খবর 2022
চলমান সকল সরকারি চাকরির খবর 2022

চলমান সকল সরকারি চাকরির খবর 2022

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে সম্প্রতি এক যুব-জরিপ চালিয়েছে।বিশ্বের সবচেয়ে ভালো চাকরি এখন বর্তমান ব্যাংক ইনস্টিটিউটএখানে আপনি ভাবেন খুব ভালো মানের বেতনএবং আপনি পাচ্ছেন যাতায়াত খরচআরো পাচ্ছেন আপনি আপনার ফোন খরচতা ছাড়াও রয়েছে নানান রকম সুবিধা জরিপে দেখা গেছে শিক্ষিত যুবদের মধ্যে ৫৭% নারী এবং ৪২% পুরুষ সরকারি চাকরি করতে চান।


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেয় সরকার।কারণ সরকারি চাকরি নিয়োগ করলে খুব বেশি পরিমাণ টাকা পাওয়া যায়এবং অন্যান্য প্রাইভেট কোম্পানি চাকরি করলে অল্প পরিমাণে বেতন পাওয়া যায়এর জন্য সরকারি কর্মকমিশন (পিএসসি) প্রথম শ্রেণির ক্যাডার নিয়োগ দেয়। পাশাপাশি প্রথম (নন-ক্যাডার) ও দ্বিতীয় শ্রেণির নিয়োগও দেয় প্রতিষ্ঠানটি।


পৃথিবীর সবচেয়ে বেশি বেতনের চাকরি

বাংলাদেশের চাকরি করে সবচেয়ে বেশি বেতন পান ব্যাংকের এমডি ও সিইও'রা। এসইও বেশি টাকা পান তার অনেক কারণ রয়েছে তিনি সবকিছু মিলিয়ে অনেক টাকা পান উনার মূল বেতন রয়েছে ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 2017 সালে দেশের ব্যাংকিং খাতে সরকারি ও বেসরকারি মিলে ৪৮টি ব্যাংকের মধ্যে বছরে কোটি টাকার উপরে বেতন পান ৪০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তারা। অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, বাংলাদেশে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ মূল বা ‘বেসিক’ বেতন 78 হাজার টাকা এবং সর্বনিম্ন 8 হাজার 250 টাকা৷ 2015 সালে এই কাঠামো অনুমোদন করে সরকার৷ কাঠামো অনুযায়ী কার বেতন কত জেনে নিন ছবিঘরে৷


আরামের চাকরি

আপনি বিশ্বের যেকোন প্রান্তে চাকরি করলে অবশ্যই আপনার পরিশ্রম হবেই কিন্তু এখানে অনেক সুবিধা রয়েছে  যেমন অল্প সময় ডিউটি এবং আপনার কাজের চাপ খুব কমতাছাড়াও পাচ্ছেন আপনি নানান রকম সুবিধা এরকম অনেক চাকরি আছে। যেমন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, এরপর ধরেন বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন বাহিনীর প্রধান ইত্যাদি। বাংলাদেশে এসব চাকরিই সবচেয়ে বেশি বেতনের আর কম পরিশ্রমের। তবে হ্যাঁ, এসব চাকরি পেতে আপনাকে কি রকম পরিশ্রম করতে হবে তা নিশ্চয় বলে দিতে হবে না। আর আপনার যোগ্যতা অনুযায়ী এগুলো বেশি কঠিন মনে হলে, বিসিএস দিতে পারেন। তারপর খালি আরাম করবেন ইনশাআল্লাহ।  সব চাকরির ক্ষেত্রে কোনো না কোনো পরিশ্রম প্রয়োজন হয়। সেটা হতে পারে কায়িক শ্রম বা মানসিক শ্রম। আপনাকে আপনার পছন্দ মতো চাকরি খুঁজে নিতে হবে। আমার বেশি বেতনের কম পরিশ্রমের কোনো চাকরি আছে বলে জানা নেই। কারন আপনার বেতন হবে আপনার পরিশ্রমের ভিত্তিতে। যদি আপনি অল্প পরিশ্রম করতে চান তাহলে আপনার বেতন হবে অল্প।


সাধারণভাবে আমরা জানি মেধা দিয়ে খুব কম জনের চাকরি হয় আবার মেধা ছাড়াও চাকরি নেওয়া সম্ভব নয় কারণ চাকরি করতে গেলে আপনার অনেক মেধার প্রয়োজন রয়েছে এখানে আপনাকে যেসব কাজ দেওয়া হবে সমস্ত কাজের জন্য কিছু মেধা অবশ্যই প্রয়োজন রয়েছে। সাধারণত মেধা শ্রমকে কায়িক শ্রমের থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং তুলনামূলক মেধা শ্রমের পারিশ্রমিক বেশি হয়ে থাকে। তাই আপনি এমন কোনো চাকরি করতে পারেন যেখানে মেধা শ্রম লাগে। অথবা আপনার যদি অর্থ বা জমি জমা থাকে তাহলে আপনি অন্যের বিজনেসে ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার লাভ লোকশান ছাড়া আর কোনো চিন্তা থাকবে না এবং পরিশ্রম ও করতে হবে না।


বাংলাদেশের সরকারি চাকরির নাম

আমাদের এই বাংলাদেশে অনেকগুলো সরকারি চাকরির রয়েছে তারমধ্যে আমরা আপনাদের জন্য কিছু চাকরির তালিকা নিচে দিয়ে রাখলাম আপনারা আপনাদের মন মতো চাকরি গুলো দেখে নিন সরকারি চাকুরিতে কতটি পদ রয়েছে, তা হাতে গুনে বলা কঠিন। কেননা প্রত্যেকটি সরকারি সংস্থা তাদের চাহিদা অনুযায়ী পদে লোক নিয়োগ দিয়ে থাকে। তাই আপনি ঢালাও ভিত্তিতে মোট পদের সংখ্যা জানতে পারবেন না। তবে বেতনের ভিত্তিতে সরকারি চাকুরিজীবীদের গ্রেড নির্ধারন করা হয়ে থাকে। বেতন গ্রেডের ওপরেই পদমর্যাদা নির্ভর করে। নিম্নে গ্রেডিং সিস্টেম তুলে ধরলাম। 


যেমন এখানে লিস্ট করে দেয়া হলো:-


🔴১ম-৯ম গ্রেড (গেজেটেড/নন গেজেটেড প্রথম শ্রেনীর কর্মকর্তা)


🔴১০ম-১২তম গ্রেড (দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা)


🔴১৩তম-১৫ তম গ্রেড (তৃতীয় শ্রেনীর কর্মচারী)


🔴৬তম- ২০তম গ্রেড (চতুর্থ শ্রেনীর কর্মচারী)


সরকারি চাকরি কয়টি

বাংলাদেশের সরকারি চাকরি গুলো বাংলাদেশে কি কি সরকারি চাকরি রয়েছে এবং বাংলাদেশের সরকারি চাকরি কয় ধরনের রয়েছে বাংলাদেশে প্রথমত দুই ধরনের সরকারী চাকরী আছে। যেমন: সামরিক এবং বেসামরিক। পুলিশ, আর্মি, বিজিবি, আনসার, বিমান বাহিনী নৌ বাহিনী এগুলো সামরিক বিভাগ এবং এগুলো বাদ দিয়ে বাকি সকল বিভাগ যেমন: শিক্ষা বিভাগ, অর্থ বিভাগ, বিচার বিভাগ ইত্যাদি। বেতন ভাতা প্রদান খাতের উপরে ভিত্তি করে সরকারী চাকরী চার রকমের যেমন: রাজস্ব খাত, উন্নয়ন খাত, সায়ত্বশাসিত এবং আধাসায়ত্বশাসিত।


নিচে তার প্রকার দেওয়া রইল 


🔴.সামরিক - পুলিশ, আর্মি, বিজিবি, আনসার, বিমান বাহিনী নৌ বাহিনী

🔴 বেসামরিক - বাকি সব বেসামরিক। 


সরকারি চাকরি যা যা সুবিধা আছে

আমাদের বাংলাদেশের সরকারি চাকরি গুলোতে আমরা যা যা সুবিধা ভোগ করে থাকি এবং আমাদের সরকার আমাদেরকে যা যা সুবিধা দিয়ে থাকেন সরকারি চাকুরির বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম, শ্রেণীকরণ, অন্যান্য ভাতা ও সুবিধাদি বাংলাদেশের শিক্ষিত প্রজন্মের যে বিষয়ে সবার আগ্রহ বেশি সেটি হচ্ছে সরকারি চাকুরীজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা।কিন্তু বর্তমান সময়ে সরকারি চাকুরী পাওয়া সোনার হরিন পাওয়ার মতো।চাকরি গুলার মাঝে কেমন যোগ্যতা লাগে ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে একটি চাকুরি পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। সরকারি যেকোন চাকুরি পাওয়ার আশায় মানুষ ব্যাপক প্রতিযোগীর সম্মুখীন হয়।সরকারি জব এখন গ্রেডের উপর চলে আগে যেটা 4..শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এখন 20.. গ্রেডে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।


বাংলাদেশ একটি শিক্ষিত নাগরিক দেশ এই সমাজে অনেক চাকরি রয়েছে বাংলাদেশের শিক্ষার হার অনুযায়ী চাকরি হয় বাংলাদেশের শিক্ষিত সমাজ তথা প্রজন্মের যে বিষয়ে আগ্রহ বেশি সেটি হচ্ছে সরকারি চাকুরীজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু বর্তমান সময়ে সরকারি চাকুরী পাওয়া সোনার হরিন হাতে পাওয়ার মতো। ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে একটি চাকরি পাওয়াই দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছে। সরকারি যেকোন চাকরি পাওয়ার আশায় মানুষ ব্যাপক প্রতিযোগীতার সম্মুখীন হয় আপনারা আপনাদের চাকরির সমস্ত এভিডেন্স এখানে দেখে নিতে পারেনআজকে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে এই সরকারি চাকরির বিষয়টাতে।


আরও দেখুন ভিন্ন ভিন্ন চাকরি


🔴বেসরকারি চাকরি

🔴নিয়োগ বিজ্ঞপ্তি Archives

🔴অভিজ্ঞতা ছাড়াই ১৮ হাজার টাকা বেতনে প্রাণ গ্রুপে চাকরি

🔴সতের (১৭) হাজার টাকা বেতনে জেন্টল পার্কে চাকরি

🔴ট্রেইনি জুনিয়র অফিসার পদে ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

🔴অভিজ্ঞতা ছাড়াই এনআরবিসি ব্যাংকে ৪০ হাজার টাকা বেতনে 

🔴আইপিডিসি ফাইন্যান্সে চাকরির সুযোগ

🔴অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপের অডিটে চাকরির সুযোগ



Post a Comment

0 Comments