ওয়েব ডিজাইনের ধারণা
ওয়েব ডিজাইনের ধারণা |
ওয়েব ডিজাইনের ধারণা
ওয়েবপেজ ওয়েব ডকুমেন্টঃ ইন্টারনেট তথা ওয়েবে তথ্য( লেখা, অডিও, ভিডিও, স্থির, ছবি, এনিমেশন ইত্যাদি) সংবলিত পেজ রাখা যায়। বর্তমান সারা বিশ্বে বিভিন্ন ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের তথ্য ওয়েবে পরিবেশন করছে। ওয়েব পেজ হলো এক ধরণের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়।
সরাসরি এইচটিএমএলঃ- এর মাধ্যমে অথবা অন্য কোন টুলস এর মাধ্যমে ওয়েবপেজ তৈরি করে এইচটিএমএল এ কনর্ভাট করা যায়। ব্রাউজারের মাধ্যমে ওয়েবপেজকে প্রদশর্ন করা যায়। এক ওয়েবপেজের সাথে অন্য পেজের লিংক তৈরি করা যায়। একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোন পেজকে ওয়েবপেজ বলা হয়।. pdf ( portable document file) যুক্ত ফাইল ওয়েবে বেশি ব্যবহ্ত হয়।
ওয়েবসাইট (website)
একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। ধরা যাক রাফখাতা নামক ওয়েবসাইটিতে কতগুলো ওয়েবপেজ যেমন- ভর্তি পরী পরীক্ষার সার্কুলার, ভর্তি পরীক্ষার আসন ও মান, সাফল্য ও স্বপ্নগাঁথা, সচরাচর প্রশ্ন এবং অন্যান্য বিভিন্ন পেজ রয়েছে যেগুলো লিংক দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত। Ask. এর সংজ্ঞানুসারে ওয়েবসাইট হলো- A website is a collection of related web pages and they contain text, images and other graphics that users can view.
ওয়েবসাইটে প্রথম ঢুকলেঃ- যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোমপেজ বলা হয়। ইন্টারনেট সার্বক্ষণিক যুক্ত সার্ভারে ওয়েবসাইট রাখা হয়। ওয়েবসাইটকে যেখানে হোষ্ট করা হয় তাকে ওয়েবসার্ভার বলা হয়। মাইক্রোসফটের ওয়েব সার্ভার হলো Internet Information Services( IIS)। ইন্টারনেটে ওয়েবসাইটটি যে সার্ভারে রাখা হবে তার জন্য একটি নির্দিষ্ট ঠিকানা থাকে।
এটিকে ইউ আর এলঃ- ( URL- U niform Resource Locator) বা ওয়েব এ্যাড্রেস বলা হয়। সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে কোন ওয়েবসাইট যে বিষয়ের সে বিষয়ে কেউ সার্চ করলে সার্চ তালিকায় ঐ ওয়েবসাইটের লিংক চলে আসায় ব্যবস্থা করা যায় এতে করে কেউ শুধু নির্দিষ্ট কোন ওয়েব ঠিকানা ব্যবহার না করেও তার প্রয়োজনীয় কোন বিষয় সম্পর্কে জানার জন্য সার্চ করে ঐ বিষয়ে সম্পর্কিত যে কারো ওয়েবসাইটে ঢুকতে পারে। প্রথম ওয়েব সাইট তৈরি হয় ১৯৯১ সালে।
ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলতে যা যা করতে হয়ঃ
১. প্রথমে একটি তোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে।
২. ওয়েবপেজগুলো ডিজাইন করতে হবে।
৩. ওয়েবপেজগুলো সার্ভারে রাখতে হবে।
৪. ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে সাবমিশন করতে হবে।
0 Comments