ads

ওয়েব পেজ ডিজাইন করা

 ওয়েব পেজ ডিজাইন করা

ওয়েব পেজ ডিজাইন করা
ওয়েব পেজ ডিজাইন করা





 

ওয়েব পেজ ডিজাইন করা

 
ওয়েব পেজ ডিজাইন করাঃ ওয়েবসাইট তথ্য ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ  বা কোড হচ্ছে (HTML)  এইচটিএমএল।  এর পুরো অর্থ হলো প্রকৃত অর্থে  এক সারি  মার্কআপ ট্যাগ এর সমন্বয় ওয়েবসাইট বা ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এসব মার্কআপ এগুলোকে( HTML) ব্যবহার করে থাকে সহজে ওয়েবসাইট ডিজাইন করার জন্য বর্তমান বিভিন্ন টুলস রয়েছে এসব টুল দিয়ে ডিজাইনকৃত ওয়েব পেজ HTML  এ কনভার্ট হয়ে থাকে। 

ওয়েবসাইটের কাঠামোঃ


 ওয়েবসাইটঃ যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু  উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে।ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে। প্রতিটি বিভিন্ন উপাদান থাকে ওয়েবসাইট এর অন্তর্গত বিভিন্ন পেজ গুলো সাজানোর  লে আউট হল ওয়েবসাইটের কাঠামো।ওয়েবসাইটের বিভিন্ন অফিসগুলো লিঙ্ক করা থাকে, 

হোমপেজঃ একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম কোন পেইজটি প্রদর্শিত হবে সেখান থেকে অন্য পেজে কিভাবে যাওয়া যাবে তা ওয়েবসাইটের কাঠামো ঠিক করা হয় অর্থাৎ ওয়েবসাইটটি কিভাবে কাজ করে তা সম্পূর্ণ প্রতিক্রিয়াকে ওয়েব কাঠামো নামে অভিহিত করা হয়.একটি ওয়েবসাইটের কাঠামো মূলত তিন ভাগে বিভক্ত করা থাকে।

যথাঃ-


১.হোমপেজ।

২. মূল ধারার পেজ।

৩. উপধারার পেজ।


লে আউট এর ধারণাঃ-


লেআউটঃ  লেআউট হল একটি পেজের প্রধান কনটেন্ট এরিয়া স্ট্রাকচার বা অবকাঠামোর একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা অনেক সময় সাপেক্ষ তৈরি করার পূর্বেই এর বিভিন্ন উপাদান গুলো কিভাবে সজ্জিত হবে তার একটি লে-আউট তৈরি করে নিলে কাজের সুবিধা হয় । যেমন টাইটেল    হেডিং প্রধান কনটেন্ট  টেক ইমেজ লিংক ইত্যাদি ফুটার. ইত্যাদি কোনটি কোথায়  কিভাবে স্থাপিত হবে তার পরিকল্পনা  কে লেআউট  বলা হয়।
 


 


Post a Comment

0 Comments