ads

কাবা শরীফের নির্মাণ কাজ প্রথম কারা করেন

কাবা শরীফের নির্মাণ কাজ প্রথম কারা করেন

কাবা শরীফের নির্মাণ কাজ প্রথম কারা করেন
কাবা শরীফের নির্মাণ কাজ প্রথম কারা করেন



কাবা শরীফ মোট কতবার নির্ণয় হয়েছে


তাফসীরে রুহুল মাআনীতে বলা হয়েছে কাবা শরীফ সর্বমোট 10 বার নির্ণয় যথা-


🔴 1. কাবাসর্বপ্রথম নির্মাতা ফেরেশতাগণ আদম আলাই সাল্লাম এর নির্মাণের 2000 বছর  পূর্বে       তারা নির্মাণ করেছে করেছিলেন.

🔴2. অতঃপর হযরত আদম আলাই সাল্লাম

🔴3. অতঃপর শীষ আলায় সাল্লাম

🔴4. অতঃপর ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম 

🔴5. অতঃপর মালেকা গোত্র

🔴6. অতঃপর জোরহাম গোত্র

🔴7. অতঃপর কুসাই বিন কিলাব

🔴8. অতঃপর কুরাইশ গোত্রের সময় সাল্লাল্লাহু আলাই সাল্লাম নির্মাণ কাজে সহযোগিতা       করেছিলেন। 

🔴9. অতঃপর আব্দুল্লাহ বিন জবাইর 

🔴10. অতঃপর হাজ্জাজ বিন ইউসুফ


 কোন এক কবি বলেন....


🔴কাবা শরীফের 11 তম নির্মাণ কাজ করেন  তুরস্কের সুলতান মুরাদ খান।


কাবা মসজিদের  হারামের ইতিহাস...


🔴কাবা শরীফের চার পাশে অবস্থিত মুর্শিদকে মসজিদে হারাম বলা হয় ইসলামের     আবির্ভাব এর কোন অস্তিত্ব ছিলনা মক্কা বিজয়ের পর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু   এর খেলাফতকালে শেষ পর্যন্ত কাবার পার্শ্ববর্তী তাওয়াফের জায়গাটি মসজিদে হারাম বলে   পরিচিত ছিল।

 

কাবা শরীফের নির্মাণ কাজ প্রথম কারা করেন...


🔴কাবা শরীফের নির্মাণ কাজ প্রথম কারা করেন। সর্বপ্রথম হিজরী 17 সালে হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদে-হারামের সম্প্রসারণ ও নির্মাণ করেন। তিনি কাবার আশেপাশে কয়েকটি বাড়ি ক্রয় করে মসজিদে হারামে দেয়াল নির্ণয় করেন। এরপর 26 হযরত উসমান রাদিয়াল্লাহু মসজিদে হারাম সম্প্রচার করেন। তিনি সর্বপ্রথম মসজিদে হারামে ছায়ার ব্যবস্থা করেন মসজিদে হারামের তৃতীয় শম্পা শাওন কাজ করেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর আলাই সাল্লাম তিনি কাবাব পুনঃনির্মাণের সাথে সাথে মসজিদে-হারামের সম্প্রসারণের কাজ করে। তার নির্মিত মসজিদে হারামে আয়তন ছিল 32400 বর্গহাত।


কাবা নির্মাণে কিসের খুটি দিলেন..


🔴অথবা  এর পরে এরপরে মসজিদে হারামের সংস্কারের কাজে হাত দেন আব্দুল মালেক বিন মারওয়ান তিনি মসজিদে-হারামের দেওয়ালগুলো উঁচু করে এবং টিনের ধারা উহার ছাদ দেন হিজরী একানব্বই সালে ওয়ালিদ বিন আব্দুল মালেক পিতার সংস্কার কর্মকর্তার মসজিদে-হারামের সম্প্রসারণ ও সংস্কার করেন তিনি মসজিদে-হারামের মজবুত নির্মাণ করেন এবং মিশর ও সিরিয়া থেকে মার্বেল পাথরের খুঁটি আনেন কারুকার্য খচিত কারা তিনি মসজিদে-হারামের ছাদ নির্মাণ করেনমসজিদে হারামের পঞ্চম সম্প্রসারণ কাজ করেন।


প্রথম কোন দিয়ে মসজিদের মিনার তৈরি করেন


🔴কাবা শরীফের নির্মাণ কাজ প্রথম কারা করেন137 হিজরীতে আবাসিক খলিফা আবু জাফর মনসুর তিনি উত্তর পশ্চিম দিকে ঘরবাড়িগুলো কিনে সে জমিন গুলো মসজিদে হারামে অন্তর্ভুক্ত করেন তারা মসজিদ এর চেয়ে দ্বিগুণ বড় হয়ে ওঠে তিনি প্রথম মসজিদের উত্তর-পশ্চিম কোণে মিনার তৈরি করেন। ষষ্ঠ সম্প্রসারণ কাজ করেন 160 হিজরীতে খলিফা আল মাহদি 9 বছর সম্প্রসারণ কাজ চলে এই চারপাশ থেকে মসজিদকে বড় করেন তিন কোটি পাঁচ লাখ দিনার ব্যয় করে 120000 বর্গহাত আয়তন নির্ণয় করেন যা পূর্বের মোট আয়তনের দুইগুন .


মসজিদ কত তলা এবং তার আয়তন কত



🔴সপ্তম  সম্প্রসারণ করে  281 হিজরী সালে খলিফা মোতাছিম বিল্লাহ  মসজিদে  হারামের  অষ্টম সম্প্রসারণ করেন 306 হিজরী সালে খলিফা মমতাদির বিল্লা এরপর কয়েকবার সংস্কার কাজ হলেও সম্প্রসারণ কাজ হয়নি মসজিদে হারামে নবম সম্প্রসারণ কাজ শুরু হয় হাজার 955 সালে বাদশা রাদিয়াল্লাহু আজিজের আমলে 20 বছর ধরে সম্প্রসারণ চলে বেসমেন্ট সহ তিনতলা মসজিদের আয়তন 160000 168 বর্গমিটারপূর্বে এর আয়তন ছিল 19127 বর্গমিটার এর সম্প্রসারণে 621 মিলিয়ন 6 লাখ 42 হাজার রিয়াল ব্যয় হয় এরপর এতে চার লাখ লোক একসাথে নামাজ পড়তে পারতো এসময়ের 90 মিটার উঁচু সাতটি মিনারা তৈরি করা হয় এবং মাতা তোকে আগের চেয়ে 300গুণ বৃদ্ধি করা হয় পড়বে মাফাতে একসাথে সাড়ে তিন হাজার লোক তাওয়াফ করতে পারত এর পর 7 হাজার লোক একসাথে মা তাফে তাওয়াফ করতে পারত এছাড়াও মসজিদে হারাম কে আধুনিকায়ন করা হয়



কত হাজার মানুষ এক সাথে নামাজ আদাই করতে পারবেন



🔴মসজিদে হারাম দশম সম্প্রসারণ কাজ শুরু 1409 হিজরী মোতাবেক বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজের আমলে মসজিদে-হারামের পশ্চিমে সুখে ছবির নামক বাজার ও পার্শ্ববর্তী ঘর ভেঙ্গে মোর 1730 বর্গমিটার জায়গায় অধিগ্রহণ করা হয় এবং সেখানে পূর্বের মসজিদের কারুকার্যের সাথে মিল রেখে বেসমেন্ট সহ তিন তলা মসজিদ নির্মাণ করা হয় সম্প্রসারণ এর পর মসজিদে হারামে বর্তমান আয়তন 9 হাজার বর্গমিটার এবং এতে মোট ছয় লাখ 5 হাজার মুসলিম একসাথে নামাজ পড়তে পারে এ আমলে নতুন সম্প্রসারিত অংশে আরো দুইটি মিনার নির্মাণ করা হয় ফলে মোট মিনারা সংখ্যা দাঁড়ায় 9tk মসজিদের ছাদে ওঠার জন্য দুইটি স্কয়ার বৈদ্যুতিক সিরি নির্মাণ করা হয়


🔴যা দ্বারা যার ধারা প্রতি ঘন্টায় 15 হাজার লোক ছাদে উঠতে পারে এছাড়াও অনেকগুলি সাধারণ ছিঁড়িয়াছে মসজিদে হারামে রেডিও এবং টিভি নেটওয়ার্ক এবং মাইক্রোফোন সহ যাবতীয় আধুনিক ব্যবস্থা বিদ্যমান আছে মক্কা শরীফের ইতিহাস বাদশা আব্দুল্লাহর নেতৃত্বে 11 তম সম্প্রসারণের কাজ চলছে


Post a Comment

0 Comments