ads

জান্নাতে যাবার সহজ উপায়

জান্নাতে যাবার সহজ উপায়

জান্নাতে যাবার সহজ উপায়
 জান্নাতে যাবার সহজ উপায়

জান্নাতে যাবার সহজ উপায় 


 হাদিসের বাংলা অনুবাদঃ- হযরত আব্দুল্লাহ বিন সালাম (র)  হতে বর্নিত, তিনি  বলেন যখন নবি করিম (স) মদিনায় আগমন করলেন। তখন আমি আসলাম  অতঃপর যখন আমি তাঁর চেহারা মোবারক পরখ করলাম তখন আমি চিনে ফেললাম  যে, তাঁর চেহারা কোনো মিথ্যাবাদীর  চেহারা নয়। অতঃপর  প্রথম তিনি  যা বলেছিলেন তা হল, হে মানব সকল!  তোমরা সালামের প্রচলন কর,  খাদ্য খাওয়াও আত্মীয়তার সম্পর্ক রক্ষা কর  এবং মানুষেরা যখন ঘুমায় তখন তোমরা রাত্রিতে নামাজ পড়। তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে।  তিনি আরো বলেন। 

জান্নাতে যাবার সহজ উপায়ঃ


অত্র হাদিসে শান্তির সাথে জান্নাতে যাবার জন্য চার টি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করা হয়েছে। 

যেমনঃ-


১. সালামের প্রচলন করা। 
২.খাদ্য খাওয়ান।
৩. আত্নীয়তার সম্পর্ক রক্ষা করা।
৪. রাতে তাহাজ্জুদ নামাজ পড়া

জান্নাতে যাবার সহজ উপায়

 
এ কাজগুলি নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয় কাজ। যার বদৌলতে আল্লাহ জাল্লা শানুহু জান্নাতে যাবার পথ সুগম করবেন মর্মে ঘোষণা দিয়েছেন।  মূলত এ কাজ গুলোর মধ্যে এমন প্রভাব রয়েছে যা মানুষকে তার মানবিক উৎকর্ষের শীর্ষে উঠতে এবং আল্লদহ তাআলার রহমত লাভের হকদার হতে সাহায্য করে। কেননা যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়, যে অন্য কে খাদ্য খাওয়ায় আল্লাহ তাআলা তাকে আপন বন্ধু হিসাবে গ্রহণ করেন।  আত্নীয়তার সম্পর্ক  রক্ষা করলে আপনজন দের দোয়া লাভ হয় এবং আল্লাহ তা আলাও খুশী হন। আর রাতে তাহাজ্জুদ নামাজ হলো প্রেমাস্পদের সাথে নির্জনে মিলিত হওয়া। তাই এ কাজগুলোর প্রতি গুরুত্বারোপ করে সহজে জান্নাতে যেতে সচেষ্ট থাকা সকলের একান্ত উচিত।


Post a Comment

0 Comments