ads

কুরআন অবতরণের সময়কাল

 কুরআন অবতরণের সময়কাল

কুরআন অবতরণের সময়কাল
কুরআন অবতরণের সময়কাল

 

 কুরআন অবতরণের সময়কাল 


কুরআন অবতরণের সময়কালঃ মহাগ্রন্থ আল - কুরআন আল্লাহ তাআলা সুমহান বাণীর সমষ্টি। বিশ্ব মানবতার হিদায়াতের জন্য আল্লাহ তাঁর সর্বশ্রেষ্ঠ রসুল হযজত মুহাম্মাদ (স) এর ওপর সুদীর্ঘ ২৩ বছরে সমগ্র কুরআন নাজিল করেন প্রখ্যাত মুহাদ্দিস শা'বি বলেছেন যে নবি (স) এর ওপর যখন কুরআন নাজিল শুরু হয় তখন তাঁর বয়স ছিল ৪০ বছর।েলহপ্প ব্বন

কুরআন রমজান মাসে ক্বদরের রজনীতে নাজিল হয়েছে, এ ব্যাপারে কোন মতানৈক্য নেই। কেননা মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন- রমজান মাস, এটাতে কুরআন অবতীর্ণ হয়েছে। নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে।

কুরআন অবতরণের পযার্য়:-


সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল- কুরআনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- ইহা বিশ্ব মানবের জন্য আল্লাহ কর্তৃক অবতীর্ণ শাশ্বত,নিখুঁত,পূর্ণাঙ্গ সার্বজনীন জীবন বিধান। এ মহাগ্রন্থটি দু'পর্যায়ে নাজিল হয়েছে, যা নিম্ন বর্ণিত হল।

প্রথম পর্যায়ঃ আল্লাহ তাআলার আরশে আজিমে অবস্থিত ''লাহফুয" বা সুরক্ষিত ফলক হতে সম্পূর্ণ কুরআন একই সাথে রমজান মাসের লাইলাতুল কদরে দুনিয়ার নিকটবর্তী আসমানে বাইতুল ইজ্জতে অবর্তীণ হয়।

এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন-


বস্তত এটা সম্মানিত কুরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ব।

অন্য আয়াতে আছেঃ-

 হা মিম,শপথ সুষ্পথ কিতাবে:

আমি তো এটা অবর্তীণ করেছি এক মুবারক রজনীতে; আমি তো সতর্ককারী।

দ্বিতীয় পর্যায়ঃ দ্বিতীয় পর্যায়ে বাইতুল ইজ্জত থেকে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতা জিবরাইল (আ) এর মাধ্যেমে মহানবি (স) এর উপর তা নাজিল হয়। কুরআনের এ অবতরণ মানুষের প্রয়োজনের প্রক্ষাপটে খন্ড খন্ড আয়াতে আকারে অল্প অল্প করে রসুলুল্লাহ (স) এর তেইশ বছরের জীবন সম্পন্ন হয়।  

এ প্রসঙ্গে  মহান আল্লাহ বলেনঃ 

আমি কুরআন অবর্তীণ করেছি খন্ড খন্ডভাবে যাতে আপনি এটা মানুষের নিকট পাঠ ক্রমে ক্রমে এবং আমি এটা ক্রমশ অবর্তীণ করেছি।-





Post a Comment

2 Comments