ডেটাবেজ ম্যানেজমেন্টর ধারণা
ডেটাবেজ ম্যানেজমেন্টর ধারণা |
ডেটাবেজ ম্যানেজমেন্টর ধারণা
ডাটা শব্দটি ল্যাটিন শব্দ। Datum এর বহুবচন Datum অর্থ হচ্ছে তথ্যে উপাদান (an item of ইনফর্মেশন) সত্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। প্রতিক্রিয়া করণ করে তথ্য পরিণত করার জন্য কম্পিউটারে ডাটা ইনপুট করা হয়। কম্পিউটারে তথ্য ইনফরমেশন রূপান্তরিত করে যেমন কোন একটি প্রতিষ্ঠানের কর্মীদের পেরোল তৈরি করার জন্য তাদের নাম পদবী কোড নং মূল বেতন ইত্যাদি হল ডাটা। ডেটা বিভিন্ন ভাষায় কম্পিউটারে বোঝার উপযোগী করা কম্পিউটারের ভাষার বা মেশিন কোডে রূপান্তর ব্যবস্থা থাকে।
ডেটাবেজঃ ডেটাবেজ শব্দের অর্থ হচ্ছে। এর উপাত্ত এবং বেজ Base শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ। কোন এক প্রতিষ্ঠান সমগ্র ডাটা ওই প্রতিষ্ঠানের ডাটাবেজে সংরক্ষিত থাকে বর্তমানে ডাটাবেজ এর আওতায় এক বা একাধিক ডাটা টেবিল কুয়েরি রিপোর্ট মাইক্রো ইত্যাদি ফাইল থাকতে পারে. অর্থাৎ ডাটাবেজ ডাটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইল এর সমষ্টি যা সহজে ব্যবহার উপস্থাপনা ও আধুনিকরণ করা যায়।
আমাদের চারপাশে অজস্র তথ্য বা উপাত্ত
ছড়িয়ে-ছিটিয়ে আছে তবে এ সমস্ত তথ্যের সমাবেশকে ডেটাবেস বলা যাবে না। কারণ হচ্ছে সেই সকল ডাটা বা তথ্যের যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক রয়েছে যেমন ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্যসমূহ কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইল এর রেকর্ড সমূহ ইত্যাদি সংরক্ষন করা যায়। তথ্য উপস্থাপনা উৎপাদন উপস্থাপনা মানবসম্পদ ব্যবস্থাপনা টেলিকমিউনিকেশন বৈজ্ঞানিক গবেষণা শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেকগুলো ডেটাবেজকে ডাটাব্যাঙ্ক বলা হয়।
ডাটাবেজ ব্যবহারের সুবিধাঃ
ডাটাবেজ ব্যবহারের সুবিধাগুলো নিচে উল্লেখ করা হলোঃ-
1. ডেটার ডুপ্লিকেশন কমায়।
2.এক অতি দ্রুত ডাটা উপস্থাপনা ও পরিচালনা করা যায়।
3.ডাটাকে আপডেট করা যায়।
4. তাদের তথ্যসমূহ তত্ত্বসমূহ প্রয়োজন এডিটিংও ডিসেন্ডিং অর্ডার সাজানো যায়।
5. অল্প সময়ে ডেটার বিন্যস্ত ঘটানো যায়।
6.সহজে ডাটা রেকর্ড খুঁজে বের করা যায়।
ডাটাবেজ এর প্রকারভেদঃ-
গঠন অনুযায়ী ডাটাবেজকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে।
যথাঃ-
1.সাধারণ ডাটাবেস।
2.রিলেশনাল ডাটাবেজ।
0 Comments